আমতায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ বিভিন্ন জেলার বহু শ্রমিক হাজির হন কাজের জন্য। কেউ কাজ করেন নির্মাণ শ্রমিক হিসাবে কেউবা আবার যুক্ত থাকেন রাস্তা তৈরি বা ইটভাটার কাজে। কাজ শেষ হলে আবার নিজের জায়গায় ফিরে যান।

কিন্তু, হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় আর বাড়ি ফেরা হয়নি বহু পরিযায়ী শ্রমিকের। ফুরিয়েছে খাদ্য রসদ। নেই নগদ টাকাও। কোনোরকমে দিন কাটছে তাঁদের। এরকমই এক সংকটময় পরিস্থিতিতে আমতা – ২ ব্লকের প্রায় ১০ টি গ্রাম পঞ্চায়েত জুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৪১২ জন পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়াল এক স্বেচ্ছাসেবী সংগঠন।

আমতা – ২ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় তাঁদের হাতে স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে তুলে দেওয়া হল চাল, ডাল, আলু, নুন সহ বিভিন্ন মুদিখানাসামগ্রী। আমতা – ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল নিজে বিভিন্ন গ্রামে গিয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেন। সুকান্ত কুমার পাল বলেন, “এই সম্মিলিত প্রচেষ্টাই পারে করোনা মোকাবিলা করে অসহায় মানুষকে পাশে নিয়ে এগিয়ে চলতে।”