পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পর্যটক ভর্তি বাস, মৃত ১ ও আহত ৭ জন পর্যটক

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই লরির পিছনে বাসের ধাক্কায় মৃত ১, আহত ৭। দূর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে উলুবেড়িয়া থানা এলাকার জাতীয় সড়কের জামবেড়িয়ায়। জানা গেছে টাটার ঘাটশিলা থেকে ২৯ জন পর্যটককে নিয়ে হাওড়ার দাসনগরে ফেরার পথে বাসটি জামবেড়িয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই লরির পিছনে ধাক্কা মারে।

সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনায় আহত হয় বাসের ভিতর থাকা ১৭ জন যাত্রী। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানেই বাসের খালাসি হুগলির তারকেশ্বরের বাসিন্দা জয়রাম সিং (৪২) কে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

৯ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ৭ জনের আঘাত গুরুতর হ‌ওয়ায় তাদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বাসের ভিতর থাকা আহত ব্যক্তি বিমল সাহা বলেন আমরা সকলেই জাপানি গেট – সল্টলেক রুটের বাসকর্মী। গত শুক্রবার আমরা ২৪ জন বাসকর্মী এবং রাঁধুনি ও তাদের সহযোগী নিয়ে মোট ২৯ জন টাটা ঘাটশিলা গিয়েছিলাম পিকনিক করতে।

শনিবার ভোররাতে ফেরার সময় সকলেই বাসের সিটে ঘুমিয়ে ছিলাম। হটাৎ প্রচন্ড শব্দ হয় এবং আমরা বাসের ভিতরে ছিটকে পড়ি। তার দাবি সম্ভবত বাসের চালক ঘুমিয়ে পড়ার কারনেই এই দূর্ঘটনা। দূর্ঘটনার ফলে জাতীয় সড়কের একটি লেনে বেশ কিছুক্ষণ যানচলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ক্রেনের সাহায্যে দূর্ঘটনা গ্রস্থ গাড়ি দুটিকে সরিয়ে নিলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যানচলাচল। লরিটিকে আটক করেছে পুলিশ।