নিজস্ব সংবাদদাতা : বিজেপির ফ্লেক্স-পোস্টার ছিঁড়ে দেওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার সাঁকরাইল বিধানসভার ধুলাগড় এলাকায়। বিজেপির অভিযোগ, রবিবার সাঁকরাইল কেন্দ্রের তৃণমূল প্রার্থী পিয়া পালের সমর্থনে প্রার্থীকে ছাড়াই তাঁর প্রচারে বেশ কিছু তৃণমূল কর্মী ধুলাগড় পশ্চিমপাড়া থেকে বাজারের দিকে মিছিল করে আসছিল।
অভিযোগ, সেই মিছিল থেকেই রাস্তার দু’পাশে থাকা বিজেপির ফ্লেক্স ও পোস্টার ছেঁড়া হয়। বিজেপির অভিযোগ, তাদের কর্মী বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা।
এই ঘটনার পরই ধুলাগড় বাজারে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। পুলিশ এসে পরিস্থিতি দিয়ে অবরোধ তুলে দেয়।