নিজস্ব সংবাদদাতা : গভীর নিম্নচাপের জেরে বুধবার রাত থেকে অতিভারী বৃষ্টির জেরে জলমগ্ন গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকা। উলুবেড়িয়া, বাগনানের পাশাপাশি আমতা শহরেরও বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়ে। জল নামাতে শুক্রবার সকাল থেকেই তৎপরতা গ্রহণ করে প্রশাসন।
উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজির তত্ত্বাবধানে আমতা বাসস্ট্যান্ড, আমতা গ্রামীণ হাসপাতাল, আমতা বিডিও অফিস, বাজার সহ বিভিন্ন জায়গায় নিকাশি নালা পরিষ্কারে নামে প্রশাসন। দীর্ঘক্ষণের চেষ্টায় জল নামে। সমগ্র কাজের তদারকি করেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি। বিধায়কের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন আমতা গ্রাম পঞ্চায়েতের প্রধান তুষারকর সিং, জেলা পরিষদের সদস্য বিমল দাস সহ অন্যান্যরা।
আমতা গ্রাম পঞ্চায়েতের প্রধান তুষারকর সিং জানান, আমতার বেশিরভাগ নালাগুলিতে নোংরা, প্যাকেট ফেলায় সেগুলি বুজে গিয়েছিল। অত্যন্ত দ্রুততার সেগুলি পরিষ্কার করা হয়েছে। তিনি জানান, আমতার বেশিরভাগ জায়গারই জল নেমে। আর দু-একজায়গায় জল আছে। এক-দু’দিন বৃষ্টি নাহলে সেই সমস্যাও মিটে যাবে বলে আশা প্রকাশ করেন।