শ্যামপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল-ডাল পাচারের অভিযোগ! প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের জন্য বরাদ্দ চাল ও ডাল পাচারের সময় হাতেনাতে ধরল গ্রামবাসীরা। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার গুড়েপোল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামপুর-১ ব্লকের বানেশ্বরপুর-১ গ্রাম পঞ্চায়েতের গুড়েপোল পশ্চিমে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার বিকালে ওই অঙ্গনওয়াড়ি থেকে ট্রলি ভ্যানে করে চার বস্তা চাল ও এক বস্তা ডাল অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হওয়ায় ভ্যানটি আটক করে চাল ও ডাল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জিজ্ঞাসা করা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে। অভিযোগ, তিনি স্থানীয়দের কোনো সদুত্তর দিতে পারেননি। উপরন্তু তিনি নিজের দোষ স্বীকার করে নেন। তারপরই বাসিন্দারা চাল ও ডালের বস্তা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফিরিয়ে নিয়ে আসেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিভিন্ন দুর্নীতি হচ্ছে। তা হাতেনাতে ধরা পড়েছে। বাচ্চাদের খাবারও চুরি করা হচ্ছে। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সর্বানী মাইতি জানান, চাল পাচারের সময় হাতেনাতে ধরা পড়ায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে। তিনি বলেন, ওই কর্মীকে হাতেনাতে ধরার সময় তিনি একবার বলছিলেন গাদিয়াড়ায় আর একবার বলছেন আমবেড়িয়ার স্কুলে নিয়ে যাচ্ছিলেন।