নিজস্ব সংবাদদাতা : প্রতিবছরের মতো এবারও উদয়নারায়ণপুর বিধানসভার বসন্তপুর তরুণ সংঘের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। রবিবার এই উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান করেন বহু মানুষ।
সন্ধ্যায় মুক্তমঞ্চে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বসন্তপুরের ভূমিপুত্র ভারত সরকারের ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত কাজী মাসুম আখতারকে। এর পাশাপাশি, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক শেখ আব্দুর রহিম। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।