নিজস্ব সংবাদদাতা : বন দপ্তর, পরিবেশপ্রেমী সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তরফে বারবার মাঞ্জা সুতোর ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে। কিন্তু, তারপরেও অবাধে চলছে মাঞ্জা সুতোর ব্যবহার। আবারও ঘুড়ি ওড়ানোর সেই মাঞ্জার আঘাতে আহত হল একটি বাজপাখি। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া থানার দক্ষিণ গঙ্গারামপুর এলাকায়।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে ঘুড়ি ওড়ানোর মাঞ্জা সুতোয় আঘাত পেয়ে দক্ষিণ গঙ্গারামপুর এলাকার একটি নারকেল গাছে একটি বাজপাখিকে আটকে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই বাজপাখিটিকে উদ্ধার করেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন দক্ষিণ গঙ্গারামপুর শক্তি সংঘের সদস্যরা। তাঁরা আহত পাখিটির সুশ্রুষা করেন। পাশাপাশি, খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা এসে আহত বাজ পাখিটিকে উদ্ধার করেন।