করোনা সতর্কতায় বাজারে তৈরি হয়েছে সুরক্ষারেখা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ‘করোনা’ মোকাবিলায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশ জুড়ে ২১ দিনের ‘লকডাউন’ শুরু হয়েছে। ‘করোনা’ প্রতিরোধে অন্যান্য রাজ্যের মতো এরাজ্যের পুলিশ ও প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

যদিও ‘লকডাউন’এ কাঁচা – আনাজ, ওষুধ, মুদিখানা, রান্নার গ্যাসের মতো এই সমস্ত জরুরি বিষয়গুলিকে চালু রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। আর তাতেই ভিড় জমছে বিভিন্ন বাজার ও দোকানের সামনে।

সকাল হলেই বাজারে উপচে পড়ছে ভিড়, আবার আতঙ্কিত মানুষ লম্বা লাইন দিচ্ছেন রেশন দোকানে। সেই সমস্যা দূর করে সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক দূরত্ব সম্পর্কে সচেতন করতে ও বাজার-দোকান সচল রাখতে উদ্যোগী হল আমতার এক স্বেচ্ছাসেবী সংগঠন।

জানা গেছে, আমতা-১ ব্লকের উদং তরুণ সংঘের মাঠে প্রতিদিন সকালে কাঁচা – আনাজ, মাছের বাজার বসে। বাজারে ভিড় জমান আশপাশের বেশ কয়েকটি গ্রামের বহু মানুষ। এখনো সেই চিত্রটা একই রয়ে গেছে।

তাই ক্রেতা ও বিক্রেতার মধ্যে চুন দিয়ে বিশেষ ‘সুরক্ষারেখা’ টানতে উদ্যোগী হল স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা। পাশাপাশি, নিয়মিত মাইক প্রচার করেও বাজারে আগত মানুষকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা ও একসাথে ভিড় না জমানোর আবেদন জানানো হবে বলেও জানা গেছে।

অন্যদিকে, আমতা-২ ব্লকের বিভিন্ন রেশন, ওষুধ, মুদিখানা দোকানের সামনে লম্বা লাইনকে বিশেষ সুরক্ষারেখা দিয়ে সচেতন করতে মাঠে নেমেছেন আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল। তিনি নিজে বিভিন্ন দোকানের সামনে উপস্থিত থেকে সুরক্ষারেখা টানছেন।