নিজস্ব সংবাদদাতা : এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া থানার হীরাপুর অঞ্চলের রাঙামাটি এলাকায়। সূত্রের খবর, শুক্রবার সকালে রাঙামাটি এলাকায় হুগলী নদীতে একটি মৃতদেহকে ভাসতে দেখেন স্থানীয় মানুষ।
অনুমান করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে। খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে। এখনো অব্ধি মৃতের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে থাকা একটি নৌকার দড়িতে আটকে যায় মৃতদেহটি।