উলুবেড়িয়ায় দুর্গতদের ত্রাণ বিতরণে দিলীপ ঘোষ, তুললেন স্বজনপোষণের অভিযোগ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছিলেন। শুক্রবার সকালে উলুবেরিয়া পুরসভা এলাকায় কোটালের জলে ঘরবাড়ি হারানো দুর্গতদের সাহায্য করতে গিয়ে এবার চেনা বিরোধিতার পথে ফিরলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তাঁর অভিযোগ, ত্রাণ দেওয়ায় স্বজনপোষণ হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতির কথায়,”রাজ্য সরকার দুয়ারে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলছে। কিন্তু যাদের ঘর-দুয়ার নেই তাদের কী হবে? ত্রাণ বিতরণেও স্বজনপোষণ করছে রাজ্য সরকার। ত্রাণশিবিরে বিজেপি কর্মী-সমর্থকদের জায়গা দেওয়া হয়নি। আমরা তাদের আলাদাভাবে ব্যবস্থা করে দিয়েছি। রাজনীতির রঙ দেখে সরকারি ত্রাণ দেওয়া হচ্ছে।”

শনিবার সকালে উলুবেড়িয়া পৌরসভার ফুলেশ্বর ১১ ফটকে আসেন। হুগলি নদী সংলগ্ন এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত। তাদের সাথে কথা বলে তাদের হাতে ত্রিপল তুলে দেন দিলীপ ঘোষ। এদিন তাঁর পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল, বিজেপি নেতা নবকুমার মাল সহ অন্যান্যরা।