করোনার জের, ফের বন্ধ করে দেওয়া হল বেলুড় মঠ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনা সংক্রমণের জেরে বৃহস্পতিবার থেকে ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠ। মঙ্গলবার বেলুড় মঠ সূত্রে এই খবর জানা গেছে। মঠ সূত্রে জানানো হয়েছে, করোনার প্রাদুর্ভারের জেরে আগামী ২২ শে এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতবছর মার্চের শেষ দিকে অতিমারি পরিস্থিতিতে বেলুড় মঠ বন্ধ করে দেওয়া হয়। ১৫ ই জুন মঠ খুললেও ২ রা আগস্ট আবারও দর্শনার্থীদের জন্য মঠের দরজা বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিন পর চলতি বছরের ১০ ই ফেব্রুয়ারী করোনা সম্পর্কিত সমস্ত প্রোটোকল মেনে বেলুড় মঠ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।

কিন্তু, ফের দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় উদ্বিগ্ন বেলুড় মঠ কর্তৃপক্ষ। তাই আপাতত অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকবে বলে জানা গেছে।