সচেতন ইন্দ্রজিতের সহযোগিতায় দুই বাঘরোল শাবককে উদ্ধার করলো বন দপ্তর

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বাঘরোল দেখলেই আতঙ্কে পিটিয়ে বা পুড়িয়ে মারা — এই ছিল কার্যত নিত্যনৈমিত্তিক ঘটনা।

বাংলার রাজ্যপ্রাণীকে বাঁচাতে ইতিমধ্যেই সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি জনসচেতনতামূলক কর্মসূচিও চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

তারই ফলস্বরূপ ক্রমে মানুষের মধ্যে যে সচেতনতা গড়ে উঠছে এবার সেই নিদর্শনই রাখল বাগনান-১ ব্লকের পূর্ণাল গ্রামের যুবক ইন্দ্রজিৎ জানা। সূত্রের খবর, ইন্দ্রজিৎ আজ সকালে পূর্ণাল গ্রামের একটি খড়িবন সংলগ্ন স্থানে দু’টি বাঘরোল শাবককে পড়ে থাকতে দেখেন।

বাঘরোল শাবক দেখতে পেলেও তিনি দীর্ঘক্ষণ তাদের মায়ের দেখা পাননি। তাই যোগাযোগ করেন বন দপ্তরে। দুপুরে বন দপ্তরের কর্মীরা বাঘরোল শাবক দুটিকে উদ্ধার করে নিয়ে যায়।