আমতায় বন্যার্ত মানুষের স্বার্থে স্বাস্থ্য পরীক্ষা শিবির, হাজির নচিকেতা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগেই প্রবল বর্ষণ ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছিল আমতা ও উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অঞ্চল। বন্যা কাটিয়ে ওঠা এলাকার মানুষের স্বার্থে এবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল আগুনপাখি – নচিকেতা ফ্রেন্ডস ফোরাম ও অগ্রগতি নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সকালে আমতা-১ ব্লকের রসপুর গ্রামে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মূলত মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, গাইনোকোলজি, শিশুর রোগ, নাক-কান-গলা, চক্ষু, দন্ত এবং চর্মরোগ চিকিৎসা পরিষেবা সহ ইসিজি ও সুগার পরীক্ষায় বাংলার ৫ টি মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিয়েছিলেন।

এদিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, আমতার বিধায়ক সুকান্ত কুমার পাল, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি, রাজ‍্যসভার সাংসদ দোলা সেন, কামারহাটির বিধায়ক মদন মিত্র, হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নন্দিতা চৌধুরী, উদয়নারায়নপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পাঁজা সহ অন্যান্যরা। জানা গেছে, এদিনের এই স্বাস্থ্য শিবিরে আমতা-১, আমতা-২ ও উদয়নারায়ণপুর ব্লকের প্রায় ৪৫০ জন মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান।