নিজস্ব সংবাদদাতা : বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভার খোশালপুর গ্রামে। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।
অভিযোগ, মঙ্গলবার দুপুরে খোশালপুরের ২৩৯ নং বুথের বিজেপি সভাপতির বাড়িতে আচমকাই ভাঙচুর চালায় দুষ্কৃতিরা। এর পাশাপাশি, রবীন পাত্র ও সমীর দাস নামক আরও দু’ই বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।