উলুবেড়িয়ায় হাওড়া জেলা বইমেলা, বইপ্রেমীদের উপচে পড়া ভিড়

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শীত মানেই বইমেলা। বইপ্রেমী মানুষ বইকে ভালোবেসে বই মেলায় ভিড় জমান। নতুন বইয়ের যেমন খোঁজ মেলে, তেমনই বহু দুষ্প্রাপ্য বইয়ের সন্ধান দেয় বইমেলা। এতোদিন গ্রামীণ হাওড়ার মানুষকে বইমেলা দেখতে হাওড়া, কোলকাতা যেতে হত। তবে এবার উলুবেড়িয়া শহরেই সরকারি উদ্যোগে শুরু হল বইমেলা। শুক্রবার থেকে উলুবেড়িয়ায় শুরু হল ৩৪ তম হাওড়া জেলা বইমেলা। এদিন বিকালে উলুবেড়িয়া পৌরসভার পার্কিং গ্রাউন্ডে ঘন্টা বাজিয়ে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী পুলক রায় ও মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। জানা গেছে, আগামী ২৯ শে ডিসেম্বর অব্ধি মেলা চলবে। মেলায় কোলকাতার নামীদামী প্রকাশনী সংস্থা যেমন স্টল দিয়েছে তেমনই গ্রামীণ হাওড়ার বিভিন্ন পত্র-পত্রিকা, সংগঠনের তরফেও বইমেলায় স্টল দেওয়া হয়েছে। উলুবেড়িয়া প্রেস ক্লাবেরও স্টল রয়েছে। এছাড়াও বিভিন্ন লিটল ম্যাগাজিনের পসরা সাজিয়ে বসেছে একাধিক সাহিত্যগোষ্ঠী। বইয়ের পাশাপাশি মেলায় রয়েছে হরেক রকম খাবারের স্টল। সবমিলিয়ে প্রায় ৭৫ টি স্টল রয়েছে বলে জানা গেছে। প্রত্যেকদিন দুপুর সাড়ে বারোটা থেকে মেলা শুরু হবে, চলবে সন্ধ্যা সাড়ে সাতটা অব্ধি। থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা। এদিন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে প্রাত্যহিক জীবনে বইয়ের অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, নতুন প্রজন্মকে আরও বেশি বইমুখী করতে মা’য়েদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। উলুবেড়িয়া শহরে বইমেলা অনুষ্ঠিত হওয়ায় খুশি বইপ্রেমীরা। প্রথম দিনই উপচে পড়েছিল ভিড়। উদ্যোক্তাদের আশা, আগামী দিনগুলিতে আরও বেশি সংখ্যক মেলায় ভিড় জমাবেন। দু’ই মন্ত্রীর পাশাপাশি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, বিধায়ক সুকান্ত পাল, নির্মল মাজি, বিদেশ বসু, প্রিয়া পাল সহ অন্যান্যরা।