উলুবেড়িয়ায় কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের পথসভা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গত কয়েকদিন আগেই কৃষি আইন প্রত্যাহারের কথা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ একবছর ধরে এই কালা আইনের বিরুদ্ধে নিরন্তর আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। বিশেষজ্ঞদের মতে, কৃষকদের লাগাতার আন্দোলনের কাছে কার্যত কেন্দ্রীয় সরকারকে তাদের অবস্থান বদলাতে হয়েছে। এই কৃষক আন্দোলনের বর্ষপূর্তি পালন করল উলুবেড়িয়া উত্তর কেন্দ্র কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

এই উপলক্ষ্যে উলুবেড়িয়া উত্তর কেন্দ্র কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উলুবেড়িয়া-২ ব্লক অফিসের সামনে একটি পথসভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন চক্রবর্তী, আমতা-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুশান্ত সাহা, উলুবেড়িয়া উত্তর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল্লাহ, উলুবেড়িয়া উত্তর কেন্দ্র কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রহ্লাদ বোধক, কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের প্রদেশ কমিটির সদস্য আশীষশঙ্কর মুখার্জী সহ অন্যান্যরা।