করোনার মাঝেই কালবৈশাখী, মাঠের ধান মাঠেই মারা যেতে পারে আশঙ্কা করছেন গ্রামীণ হাওড়ার চাষিরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মাঝেই গতকাল রাত থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে শুরু হয়েছে কালবৈশাখী। আজও সকাল থেকে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। কালবৈশাখীর তান্ডবে চাষের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামীণ হাওড়ার বহু কৃষক। উল্লেখ্য, গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতা – ২ ব্লক কৃষিকেন্দ্রীক। মাঠ থেকে আলু উঠে গেলেও এইসময় বোরো ধান তোলার কাজ চলছিল বহু জায়গায়। কালবৈশাখীর জেরে মাঠেই ধান নষ্টের আশঙ্কা করছেন চাষিরা। পাশাপাশি, টম্যাটো, পটল সহ বিভিন্ন সব্জি চাষেও ক্ষতি হতে পারে বলে তাঁদের আশঙ্কা।