হাওড়ায় স্টেডিয়াম উদ্বোধনের অনুষ্ঠানে ‘ব্রাত্য’ই থেকে গেলেন বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : হাওড়ার ঘুসুড়ি থেকেই তাঁর উত্থান। দীর্ঘদিন বাংলার ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন। দেশের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। পরবর্তী সময়ে রাজনীতির ময়দানে এলেও ভোলেননি ক্রীড়া ময়দানকে। তাই ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী হয়ে উত্তর হাওড়ার ঘুসুড়িতে স্টেডিয়াম তৈরির ব্যাপারে উদ্যোগী হন লক্ষ্মীরতন শুক্লা। ২০১৮ সালে স্টেডিয়াম নির্মাণের শিলন্যাস করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে স্টেডিয়ামের কাজের অগ্রগতির বিষয়ে লক্ষ্মীই উদ্যোগী ছিলেন।

কিন্তু সেই স্টেডিয়াম উদ্বোধনে ‘ব্রাত্য’ থেকে গেলেন বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা। মঙ্গলবার ঘুসুড়িতে নবনির্মিত ফুটবল স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হল না বাংলার প্রাক্তন অধিনায়ককে। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় স্টেডিয়ামটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, এইচআইটি-র চেয়ারম্যান সুলতান সিং সহ অন্যান্য আধিকারিকরা। নিজের স্বপ্নের স্টেডিয়াম উদ্বোধনের অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রীর ডাক না পাওয়ায় অনেকেই রীতিমতো বিস্মিত।