পুলিশ কর্মীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন বিধায়ক তথা মন্ত্রী নির্মল মাজি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : মহামারী করোনা প্রতিরোধের অন্যতম অস্ত্র মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা জারি করে বাইরে বেরোনার ক্ষেত্রে মাস্ক ব্যবহার আবশ্যিক করা হয়েছে।

কিন্তু, বহু ওষুধের দোকানে গিয়েও মিলছে না স্যানিটাইজার ও N-95 মাস্ক। মিললেও আকাশছোঁয়া দাম। এই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি লড়াই চালিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীরা।

তাঁদের সুরক্ষিত থাকাটাও বড়ো জরুরি। তাই আমতা থানার পুলিশ কর্মীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক তথা মন্ত্রী নির্মল মাজি।

শুক্রবার বেলায় আমতা থানার সামনে থেকে পুলিশ কর্মীদের পাশাপাশি সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের হাতেও মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন নির্মল মাজি। বিধায়ক ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কিঙ্কর মন্ডল।