‘সবুজ আমতা’ গড়তে বিধায়কের অভিনব উদ্যোগ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব প্রতিবেদক : তিনি বরাবরই ব্যতিক্রমী। তাঁর ভাবনা, কর্ম বরাবরই অগ্রণী চিন্তাভাবনার পরিচায়ক। সে করোনা মোকাবিলায় হোক কিমবা সাংস্কৃতিক কর্মকান্ড বা ক্রীড়া পরিচালনায় হোক সবক্ষেত্রেই তাঁর চিন্তাভাবনা আর পাঁচজনের থেকে বেশ কিছুটা ভিন্ন।

বর্ষায় সবুজায়নের লক্ষ্যে ‘সবুজ আমতা’ গড়ার লক্ষ্যে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করলেন আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত কুমার পাল। ‘সবুজ আমতা’ গড়ার লক্ষ্যে মঙ্গলবার আমতা বিধানসভা এলাকার ১০০ টি সামাজিক সংগঠনের হাতে কয়েকশো চারাগাছ তুলে দিলেন বিধায়ক সুকান্ত কুমার পাল।

সুকান্ত বাবু বলেন,”শুধু গাছ রোপণ করলে হবে না। তার নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তবেই একটি চারাগাছ মহীরুহে পরিণত হবে।” আর সেই লক্ষ্যেই এই কর্মসূচির মঞ্চ থেকে চারাগাছগুলির সঠিক রক্ষণাবেক্ষণের লক্ষ্যে প্রত্যেকটি সংগঠনকে ১০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন আমতার নবনির্বাচিত বিধায়ক।