“দিদি আপনি কি শেষ দফার ভোটেও প্রার্থী হচ্ছেন!”— উলুবেড়িয়ার সভা থেকে দিদিকে আক্রমণ মোদীর

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব প্রতিবেদক : ঘড়ির কাঁটায় সাড়ে চারটে বাজতে তখনও বেশ কয়েক মিনিট বাকি। নন্দীগ্রামে সহ আরও অন্যান্য আসনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ তখনও খানিকটা বাকি। এরইমধ্যে উলুবেড়িয়ার সভামঞ্চ থেকে ‘দিদি’কে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদী বললেন,”দিদি, ও দিদি! কী শুনছি! আপনি নাকি শেষ দফার ভোটে আরও একটি আসনে মনোনয়ন জমা করবেন!”

প্রধানমন্ত্রীর এহেন টিপ্পনীর উদ্দেশ্য কার্যত স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সরাসরি না বললেও প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী হারছেন। তা-ই তিনি যাতে আর অন্য আসনে না দাঁড়াতে পারেন তার পথ কার্যত বন্ধ করতে চাইছে বিজেপি। অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিন প্রধানমন্ত্রী বলেন, “নন্দীগ্রামে যা হয়েছে তা সবাই দেখছে। বাংলায় বিজেপি আসছে।” উল্লেখ্য, গ্রামীণ হাওড়ার বিভিন্ন বিধানসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার বিকালে উলুবেড়িয়া উত্তর বিধানসভার জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের মধুবাটি গ্রামে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।