উলুবেড়িয়ায় সঙ্ঘের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন মোহন ভাগবত

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : আজ রাজ্যে ফের চার দিনের সফরে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। তারপর সেখান থেকেই সোজা পৌঁছে যাবেন কলকাতার সঙ্ঘের প্রধান সদর কার্যালয় কেশব ভবনে। এই নিয়ে মোহন ভগবত শেষ তিন মাসে পরপর তিনবার কলকাতায় এলেন। আগস্ট মাসে দু’বার শহরে এসেছিলেন তিনি। সূত্রের খবর, এবার ৪ দিনের সফরে রাজ্যে আসছেন তিনি।সূত্রানুযায়ী ১৯ শে এবং ২০ শে সেপ্টেম্বর দু’দিন কলকাতায় থাকবেন তিনি। মোহন ভাগবত গোলপার্কের রামকৃষ্ণ মঠে সন্নাসীদের সঙ্গে বৈঠক করবেন। রামকৃষ্ণ মিশনের সংস্কৃতি সেলের সঙ্গেও তাঁর একটি বৈঠক করার কথা আছে।

তারপর ২১ শে ও ২২ শে সেপ্টেম্বর উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ায় সঙ্ঘের একটি প্রশিক্ষণ শিবিরে বিজেপির সঙ্গে ‘সমন্বয় বৈঠক’ করবেন মোহন ভাগবত। সূত্রের খবর, এই দুইদিনের বৈঠকে বিজেপির ১০ জন নেতৃত্বকে তলব করা হয়েছে। এই শিবিরে অংশগ্রহণ করবেন বিজেপির ওই সমস্ত নেতৃবৃন্দও। ২৩ সেপ্টেম্বর তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। আগামীদিনে যে বাংলাকেই “পাখির চোখ” আরএসএসের, তা ইতিমধ্যে স্পষ্ট। তাই এই সফরে বিজেপির সাংগঠনিক অবস্থা কেমন তার রিপোর্ট নেবেন ভাগবত, এমনটাই জানা গিয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় ও বিজেপির রাজ্য সভপতি দিলীপ ঘোষের সঙ্গেও আলাদা বৈঠক করবেন বলেও জানা গিয়েছে। সংঘের দক্ষিণবঙ্গের সম্পাদক জিষ্ণু বসু বলেন, “এটা মোহন ভাগবত এর রুটিং সফর। মূলত, সাংগঠনিক কজেই তার রাজ্য সফর।” তবে ঘনঘন মোহন ভাগবতের পশ্চিমবঙ্গ সফরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।‌