উদয়নারায়ণপুরে একাধিক নতুন বাসরুট চালু, খুশি এলাকার মানুষ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ইতিহাসপ্রসিদ্ধ স্থান গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরের গড়ভবানীপুর। রাণী ভবাশঙ্করীর ঐতিহ্যমন্ডিত গড়ভবানীপুরকে রাজ্যের পর্যটন মানচিত্রে তুলে ধরতে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার গড়ভবানীপুরকে ঘিরে একাধিক বাসরুট চালু হল। মঙ্গলবার বিকালে একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন বাসরুটগুলির সূচনা করেন এলাকার বিধায়ক সমীর কুমার পাঁজা। জানা গেছে, গড়ভবানীপুর-তারকেশ্বর(ভায়া: উদয়নারায়ণপুর, চাঁপাডাঙা), গড়ভবানীপুর-হাওড়া স্টেশন(ভায়া: আমতা) ও গড়ভবানীপুর-বারুইপুর(ভায়া: মুন্সীরহাট, সাঁতরাগাছি, নবান্ন) রুটে এদিন বাস পরিষেবা চালু করা হল। তিনটি রুটে মোট ৩৬ খানা বাস অনুমোদন পেয়েছে। ইতিমধ্যেই ২২ টি নতুন বাস নামানো হয়েছে বলে জানা গেছে। এদিন বিধায়ক সমীর কুমার পাঁজা জানান, এই তিনটি নতুন রুট চালু হওয়ায় স্থানীয় সাতটি গ্রাম পঞ্চায়েতের প্রায় দু’লক্ষ মানুষ উপকৃত হবেন। তিনি আরও বলেন, ইতিমধ্যেই উদয়নারায়ণপুর থেকে কামারপুকুর, জয়রামবাটী হয়ে তারাপীঠ ও অন্যদিকে দীঘা অব্ধি বাস রুট চালুর জন্য তিনি পরিবহন দপ্তরের সাথে কথা চালাচ্ছেন। গড়ভবানীপুর থেকে তিনটি নতুন বাস রুট চালু হওয়ায় খুশি উদয়নারায়ণপুরের মানুষ। এদিনের অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন আমতা মহকুমা পুলিশ আধিকারিক কৃষ্ণেন্দু ঘোষদস্তিদার, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, উদয়নারায়ণপুরের বিডিও প্রবীর কুমার শীট সহ অন্যান্যরা।