গ্রামীণ হাওড়ায় নতুন গ্রন্থাগার, খুশি এলাকার মানুষ, উদ্বোধনে পুলিশকর্তা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব প্রতিবেদক : একবিংশ শতকে সেলফোনের যুগে কার্যত বন্ধ হওয়ার মুখে বহু গ্রন্থাগার। তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার নেশাও অনেকটাই কমেছে। তার মধ্যেই বিপরীত ছবি ধরা পড়ল গ্রামীণ হাওড়ার রাজাপুর থানার তুলসীবেড়িয়া গ্রামে। বুধবার রাজাপুর ও বাগনান থানার সীমান্ত লাগোয়া তুলসীবেড়িয়া গ্রামে একটি পূর্ণাঙ্গ লাইব্রেরীর উদ্বোধন ঘটল।

বুধবার নবনির্মিত খানপুর সাধারণ পাঠাগারের উদ্বোধন করেন রাজ্য পুলিশের আধিকারিক সুখেন্দু হীরা। জানা গেছে, খানপুর গণউন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনায় গ্রন্থাগারটি পরিচালিত হবে।

স্থানীয় দু’টি হাইস্কুলের বহু পড়ুয়ার পাশাপাশি এলাকার অনেক যুবক-যুবতী এই গ্রন্থাগারের মাধ্যমে উপকৃত হবে বলে জানান সংগঠনটির সম্পাদিকা কল্যানী পালুই।

এদিনের অনুষ্ঠানে সুখেন্দু হীরার পাশাপাশি উপস্থিত ছিলেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় সিং, বিশিষ্ট সমাজসেবী মোহন ঘোষ, সমাজসেবী মন্টু শী সহ অন্যান্যরা। নিজেদের গ্রামে এই নতুন গ্রন্থাগার পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় মানুষ।