নিজস্ব সংবাদদাতা : দিন পনেরো পরেই নির্বাচন। তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। রবিবার দুপুরে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ ব্লকের জোয়ারগড়ি অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজি।
দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে জোয়ারগড়ি অঞ্চলের বিভিন্ন বাড়িতে গিয়ে শিশু-যুব-নারীর সাথে গোলাপের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন নির্মল মাজি। তিনি তাদের অভাব-অভিযোগের কথা শোনেন। সন্ধ্যায় তেহট্ট-কাঁটাবেড়িয়া-২ অঞ্চলের শেখ পাড়ায় দলের কর্মী সম্মেলনে অংশ নেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল প্রার্থী।