নিজস্ব সংবাদদাতা : রাতের অন্ধকারে নিষিদ্ধ ড্রাগ পাচার করার সময় দু’ই যুবককে হাতেনাতে ধরল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া থানার বাজারপাড়া এলাকার। জানা গেছে, ধৃত যুবকদের নাম শেখ ইব্রাহিম ও শাহাবাজ ওরফে মুন্না। ধৃতরা উলুবেড়িয়ার বাহির গঙ্গারামপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই তাদের কাছে উলুবেড়িয়া শহরে ফেন্সিডিল পাচারের খবর আসছিল। সেই মোতাবেক বৃহস্পতিবার রাতে উলুবেড়িয়ার বাজারপাড়া পান আড়তের কাছে উলুবেড়িয়া থানার পক্ষ থেকে নাকা চেকিং চলছিল।
এই নাকা চেকিংয়ের সময়েই বাইকে চেপে আসা দুই যুবকের কাছ থেকে ফেন্সিডিল উদ্ধার করে উলুবেড়িয়া থানার পুলিশ। তারপরই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, ধৃতদের কাছ থেকে প্রায় সাড়ে চার কিলো ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।