লোকাল ট্রেন চালানোর দাবিতে চেঙ্গাইলে রেল অবরোধ, সামিল কয়েক’শো মানুষ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : অবিলম্বে লোকাল ট্রেন চালাতে হবে। স্টাফ স্পেশাল ট্রেনে সাধারণ নিত্যযাত্রীদের উঠতে দিতে হবে। এই দাবিতে মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার চেঙ্গাইল স্টেশনে রেল অবরোধে সামিল হলেন কয়েক’শো মানুষ।

মঙ্গলবার সকাল ন’টা নাগাদ চেঙ্গাইল স্টেশন চত্বরে রেলট্র‍্যাকের উপর কংক্রিটের বোল্ডার ফেলে ট্রেন অবরোধ করেন শতাধিক মানুষ। এর জেরে চেঙ্গাইল স্টেশনেই আটকে যায় স্টাফ স্পেশাল ট্রেন। অন্যান্য স্টেশনে আটকে যায় একাধিক মালগাড়ি ও দূরপাল্লার ট্রেন।

অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গণপরিবহন বন্ধ থাকায় তারা শহরে কাজে যেতে পারছেন না। বাস চালানো হলেও তাতে বাদুড় ঝোলা ভিড়। একমাত্র লোকাল ট্রেনই তাদের ভরসা। কিন্তু এখনো লোকাল ট্রেন চালানো হচ্ছে না। তাদের দাবি, অবিলম্বে লোকাল ট্রেন চালাতে হবে ও স্টাফ স্পেশাল ট্রেনে সাধারণ মানুষকে উঠতে দিতে হবে। দুপুর ১২ টায় এই প্রতিবেদন লেখার সময় অব্ধি অবরোধ চলছে।