উলুবেড়িয়ায় চালককে বেহুঁশ করে ছিনতাই! জাতীয় সড়কে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : জাতীয় সড়কে চালককে বেহুঁশ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার বীরশিবপুর এলাকায়। জানা গেছে, শুক্রবার রাতে একটি লরির চালক ১৬ নং জাতীয় সড়ক সংলগ্ন উলুবেড়িয়ার বীরশিবপুরের কাছে লরি পার্কিং করে লরির ভিতরে ঘুমাচ্ছিলেন। সকালে ঘুম থেকে উঠে চালক দেখেন তার কাছে থেকে টাকা, মোবাইল সবই উধাও। চালকের অভিযোগ, লরির ভিতরে (পড়ুন চালকের কেবিনে) কিছু স্প্রে করে তাকে বেহুঁশ করে তার থেকে নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, গত বুধবার বাগনানে জাতীয় সড়কের পাশে ঝাড়খন্ডের অভিনেত্রী রিয়া কুমারীকে খুনের ঘটনায় জাতীয় সড়কে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তার রেশ কাটতে না কাটতেই জাতীয় সড়কের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা লরির চালককে বেহুঁশ করে ছিনতাইয়ের ঘটনা ফের একবার জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।