জনতা কার্ফু উপেক্ষা করে কাজ চললো বাউড়িয়া জুট মিলে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দেশের বিভিন্ন প্রান্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। রাজ্যেও সংখ্যাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরকম এক ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে করোনা মোকাবিলায় কেন্দ্রের সাথে জোট বেঁধে ময়দানে নেমেছে বিভিন্ন রাজ্যের সরকার। প্রধানমন্ত্রীর অনুরোধে আজ দেশজুড়ে চলছে ‘জনতা কার্ফু’।

স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন দেশের কোটি কোটি আমজনতা। ইতিমধ্যেই লকডাউন হয়েছে রাজ্যের বিভিন্ন পুরশহরগুলি। আজ রাত থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ হতে চলেছে ট্রেন চলাচল। এই ভয়াবহ পরিস্থিতিতেও উলুবেড়িয়ার বাউরিয়া জুটমিল কর্তৃপক্ষ দিব্যি কাজ করাচ্ছেন শ্রমিকদের। আর তা নিয়েই উঠেছে প্রশ্ন!