বাগনানে লক ডাউনের অবস্থা পরিদর্শনে এলেন রাজ্য পুলিশের ডিজি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বাগনানে লক ডাউনের অবস্থা পরিদর্শনে এলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র।

সঙ্গে ছিলেন এডিজি বিবেক সহায়। সাড়ে সাতটা নাগাদ তিনি বাগনানে আসেন। প্রথমে বাগনান থানায় যান তিনি।

সেখান থেকে তিনি আসেন বাগনান বাসস্ট্যান্ডে। সেখানে বিভিন্ন ফল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা।

তাদের কাছ থেকে দাম জানতে চান পুলিশ কর্তারা। তাছাড়া সর্বত্র সরবরাহ ঠিকঠাক আছে কিনা তা তারা জানতে চান ব্যবসায়ীদের কাছ থেকে।

দেবব্রত সামন্ত নামে এক ব্যবসায়ী বলেন সরবরাহ ঠিক নেই। তখন পুলিশ কর্তারা তাকে জিজ্ঞাসা করেন তারা বরাত দিয়েছেন কিনা।

দেবব্রত জানান আমরা বরাত দিয়েছি। বিবেক সহায় তাদের আশ্বস্ত করেন চিন্তা করবেন না। মাল সরবরাহ হয়ে যাবে।

পরে তারা বাগনান বাসস্ট্যান্ডের স্যানিটাইজেশন ব্যবস্থা খতিয়ে দেখেন। দেখা যায় জল কামানের সাহায্যে বাগনান বাসস্ট্যান্ড স্যানিটাইজড কারা হচ্ছে।

ডিজি বলেন, আমরা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছি। মালপত্রের সরবরাহ ঠিকঠাক আছে কিনা তা দেখলাম।

এদিন রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে ছিলেন হাওড়ার গ্রামীণ এলাকার পুলিশ সুপার সৌম্য রায়।

তিনি ডিজিকে বলেন আমরা সরকারের নির্দেশ অনুযায়ী যথাযত ব্যবস্থা নিয়েছি। ঘিঞ্জি এলাকা থেকে বাসার বড় এলাকায় সরানো হয়েছে।