নিজস্ব সংবাদদাতা : করোনা সংক্রমণে রাশ টানতে কার্যত লকডাউনের পথে হেঁটেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বহু মানুষই কাজ হারানোর আশঙ্কা করছেন। এই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে খুদে ফুটবলারদের পাশে দাঁড়াল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ ব্লকের গোহালবেড়িয়ার জনপ্রিয় ফুটবল একাডেমি।
রবিবার সংগঠনটির পক্ষ থেকে স্থানীয় এলাকার প্রায় ৫৫ জন খুদে ফুটবলারে পরিবারের হাতে বেশ কিছু মুদিখানা সামগ্রী ও শুকনো খাবার তুলে দেওয়া হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, তাদের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে একটি ফুটবল কোচিং ক্যাম্প চালানো হয়। মোহনবাগানের জুনিয়র ফুটবলার কার্তিক মালিকের তত্ত্বাবধানে ক্যাম্পে প্রায় ৬০ জন খুদে নিয়মিত প্র্যাক্টিস করে। এবার তাদের পরিবারের পাশে দাঁড়াল জনপ্রিয় সংঘ ফুটবল একাডেমি।