টানা বৃষ্টিতে জলমগ্ন উলুবেড়িয়ার গ্রাম, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন উলুবেড়িয়া-২ ব্লকের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বলরামপোতা গ্রামের বেশ কিছু এলাকা। এরই প্রতিবাদে ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করলেন বলরামপোতা গ্রামের বেশ কিছু মানুষ। বৃহস্পতিবার সকালে বলরামপোতা এলাকায় ১৬ জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা।

তাদের অভিযোগ, অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। একাধিকবার পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যকে জানিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি। বুধবার থেকে টানা বৃষ্টির জেরে জল জমে গিয়েছে গ্রামের বিভিন্ন জায়গায়।

আব্দুল দাইয়ার পুরকাইত নামের এক গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা। অল্প বৃষ্টি হলেই গ্রামের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়ে। জনপ্রতিনিধিদের বারবার জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি।

তাঁর অভিযোগ, বিভিন্ন কারখানা গড়ে ওঠায় গ্রামের জলনিকাশি ব্যবস্থা পুরো নষ্ট হয়ে গিয়েছে। অবিলম্বে ব্যবস্থা না নিলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজাপুর থানার পুলিশ ও র‍্যাফ। অবরোধকারীদের সাথে কথা বলে পুলিশ অবরোধ তুলে দেয়।