নিজস্ব সংবাদদাতা : বাংলা সংস্কৃতির সাথে ওতোপ্রোতোভাবে জড়িয়ে রয়েছে নাটক। বাংলার মাটিতেই প্রতিভাত হয়েছেন গিরিশ ঘোষ, শম্ভু মিত্র, মনোজ মিত্রের মতো প্রবাদপ্রতিম নাট্য ব্যক্তিত্ব। সোশ্যাল মিডিয়া আর টিভি সিরিয়ালের যুগে কোথাও গিয়ে যেন ক্রমে ফিকে হতে বসেছে বাংলার নাট্যচর্চা। যদিও আজও কিছু নাট্যপ্রেমী সংগঠন ও সংগঠকের প্রচেষ্টায় অব্যাহত রয়েছে বাংলার এই ঐতিহ্যবাহী নাট্য আন্দোলন। সেরকমই একটি নাম হাওড়া জেলার আমতার উদং গ্রামের কাজরী নাট্য সংস্থা। কাজরীর উদ্যোগে উদং উচ্চ বিদ্যালয়ের সমর মুক্ত মঞ্চে শুরু হয়েছে তিনদিনব্যাপী সমর স্মৃতি একাঙ্ক নাট্য উৎসব। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার এই নাট্য উৎসব তেইশতম বর্ষে পা রাখল। তিনদিনে থাকছে মোট সাতখানি নাটক। নাট্য উৎসবে অংশ নিয়েছে বরানগরের ‘থিয়েটার প্রসেনিয়াম’, ‘ইছাপুর আলেয়া’, হালিশহরের ‘ইউনিটি মালঞ্চ’, ‘অঙ্গণ বেলঘরিয়া’, বর্ধমানের ‘অন্য ভাবনা’র মতো বাংলার একাধিক স্বনামধন্য নাট্যদল। পাশাপাশি কাজরীর সদস্য-সদস্যাদের অভিনীত নাটকও মঞ্চস্থ হবে। প্রত্যেকদিন সন্ধ্যায় থাকছে সঙ্গীত, নৃত্য সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রয়েছে অঙ্কন প্রতিযোগিতাও। শুক্রবার সন্ধ্যায় নাট্য উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা থানার ওসি অজয় সিং, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক সুচন্দন পোড়েল, উদং-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী দাস সহ অন্যান্যরা। নাটক দেখতে ভিড় জমাচ্ছেন উদং সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বহু মানুষ।

আমতার গ্রামে নাট্য উৎসব, ভিড় জমাচ্ছেন নাট্যপ্রেমী মানুষজন
Published on: