কোভিডের জের, উলুবেড়িয়া কালীবাড়িতে একাধিক বিধিনিষেধ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো উলুবেড়িয়াতেও বাড়ছে কোভিডের সংক্রমণ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একাধিক বিধিনিষেধের পথে হাঁটল উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী কালীবাড়ি কর্তৃপক্ষ। উলুবেড়িয়া কালীবাড়ি সূত্রে জানা গেছে, মাতৃমন্দিরের গর্ভগৃহে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাখা হচ্ছে। কেবলমাত্র প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শর্তসাপেক্ষে গর্ভগৃহে প্রবেশ করা যাবে। কালীবাড়ি চত্বরে ও পাশ্ববর্তী মাঠে মাস্ক ছাড়া প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

ভিড় এড়াতে মন্দিরের ভেতরে মোবাইলে ছবি কিমবা সেল্ফি তোলা বন্ধ করা হয়েছে। উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির পরিচালন সমিতির সহ-সম্পাদক শ্রীমন্ত গরানী জানান, আমরা সার্বিক পরিস্থিতির কথা চিন্তাভাবনা করে শনিবারের পুষ্পাঞ্জলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কেবলমাত্র পুজো দেওয়া যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, উলুবেড়িয়া শহরের অন্যতম ঐতিহ্য সুপ্রাচীন কালীবাড়ি। সারা বছর শুধু হাওড়া জেলা নয়, বাংলার বিভিন্ন জায়গা থেকে অজস্র দর্শনার্থী উলুবেড়িয়া কালীবাড়িতে আসেন।