ত্রৈমাসিক নয়, প্রত্যেক মাসে ইলেকট্রিক মিটার রিডিংয়ের দাবিতে সরব শ্যামপুরের ব্যবসায়ীরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : তিন মাস অন্তর মিটার রিডিং নেওয়া চলবেনা। পরিবর্তে প্রত্যেক মাসে গ্রামাঞ্চলে ইলেকট্রিক মিটার রিডিং নিতে হবে। এই দাবিতেই সরব হলেন গ্রামীণ হাওড়ার নিউ শ্যামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা।

তাদের অভিযোগ, তিন মাস ছাড়া রিডিং নেওয়ায় বহু মানুষকেই অতিরিক্ত বিল দিতে হয়। সাধারণ মানুষের উপর অতিরিক্ত অর্থের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু, গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ দিন আনে দিন খায়। তাই তাদের এই বড়ো অঙ্কের ইলেকট্রিক বিল মেটাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

প্রতি মাসে মিটার রিডিংয়ের আর্জি জানিয়ে ইতিমধ্যেই ডাব্লবিএসইডিসিএলের শ্যামপুরের ইউনিটের অধিকর্তাকে লিখিত অনুরোধ জানিয়েছে এই ব্যবসায়ী সংগঠনটি।

সংগঠনের অন্যতম কর্তা উত্তম রায়চৌধুরী জানান, “এই জঘন্যতম অন্যায়ের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমাদের দাবি না মানা হলে আমরা আন্দোলনে নামব। এমনকি আইনি পথেও যেতে প্রস্তুত।”