নিজস্ব সংবাদদাতা : আমতার উদংয়ে উদং তরুণ সংঘের উদ্যোগে সাড়ম্বরে অনুষ্ঠিত হল ঈশ্বর মদন মোহন বাগ স্মৃতি চ্যালেঞ্জ ৩ নং ফুটবল প্রতিযোগিতা। উদং হাটে অনুষ্ঠিত এই ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টে হাওড়া জেলার পাশাপাশি পাশ্ববর্তী জেলার একাধিক দল অংশ নিয়েছিল। নৈশালোকে অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টে মানুষের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো। ফাইনালে টানটান উত্তেজনার শেষে সোনামুই জনকল্যাণ সেবা নিকেতন ২-০ গোলে সোনামুই নার্সারি ফুটবল কোচিং ক্যাম্পকে পরাজিত করে। ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি নার্সারি ফুটবল টুর্নামেন্ট, রক্তদান শিবির ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে আতসবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়।
আমতার গ্রামে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট, হাজার হাজার মানুষের ভিড়
Published on: