নিজস্ব সংবাদদাতা : রান্নার গ্যাস লিক হয়ে আহত ১০ জন। বুধবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার বাছরী গ্রাম পঞ্চায়েতের আড়গোড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে আড়গোড়ি এলাকার বাসিন্দা অশোক মন্ডলের বাড়িতে ডেলিভারি বয় রান্নার গ্যাসের সিলিন্ডার দিয়ে যায়। অভিযোগ, সিলিন্ডার থেকে গ্যাস লিক করছিল। পরিবারের সদস্যরা তা বুঝতে পেরে সিলিন্ডারটিকে বাড়ির বাইরে বসিয়ে রাখেন। জানা গেছে, কোনোভাবে সেই গ্যাস লিক করে যায়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
বাড়িতে তখন রান্নার কাজ চলছিল। সেখান থেকেই কোনোভাবে আগুন লেগে বিপত্তি ঘটে। বাড়িতে থাকা ৫ জন সদস্য অগ্নিদগ্ধ হয়ে যান। পরিবারের সদস্যদের বাঁচাতে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রতিবেশীরা বাঁচাতে এলে তারাও অগ্নিদগ্ধ হন। জানা গেছে, মোট ১০ জন অগ্নিদগ্ধ হন, তারমধ্যে ২ জন শিশুও রয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়া পাঁচজনকে কোলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।