নিজস্ব সংবাদদাতা : মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন তরতাজা যুবকের। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার বাগনান-শ্যামপুর রোডের রায়দিঘী এলাকায়। জানা গেছে, মৃত যুবকদের নাম শেখ সাইদ, শেখ জাকির ও শেখ নাজিবুল। মৃত জাকির ও নাজিবুলের বাড়ি বাগনান থানার আকুভাগ পূর্ব পাড়া এলাকায়। সাইদের বাড়ি শ্যামপুরের সাইবেনিয়ায়। জানা গেছে, রবিবার গভীর রাতে তিনজন একটি বাইকে চেপে বাগনান-শ্যামপুর রোড ধরে সাইবেনিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। রায়দিঘীর কাছে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোস্টে আচমকাই ধাক্কা মারে। ঘটনাস্থলেই তারা ছিটকে পড়ে। আহতদের উদ্ধার করে পটলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জাকির ও নাজিবুলকে মৃত বলে ঘোষণা করেন। পরে সাইদেরও মৃত্যু হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বাগনান-শ্যামপুর রোডে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল তিন যুবকের
Published on: