নিজস্ব সংবাদদাতা : নন্দীগ্রামে ‘আক্রান্ত’ মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। মুখ্যমন্ত্রীকে চার-পাঁচজন ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বুধবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় অবস্থানে-বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
বুধবার রাত দ’শটা নাগাদ উলুবেড়িয়া শহরের ভক্তার মোড়ের কাছে তৃণমূল নেতা শেখ মোস্তাকের নেতৃত্বে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবস্থান, বিক্ষোভে সামিল হন তৃণমূল কর্মীরা। পাশাপাশি, বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে।