নিজস্ব সংবাদদাতা : গত ২৫ শে বৈশাখ প্রয়াত হন হাওড়ার সাঁকরাইল ব্লকের নলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বনাথ মাখাল। তাঁর মৃত্যুর পর থেকে উপ-প্রধান আঙুরা বেগম পঞ্চায়েতের কাজ অস্থায়ীভাবে দেখাশোনা করছিলেন।
গত ১৬ ই জুলাই নলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যদের ভোটে নতুন প্রধান নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের গৌতম ঘোড়ুই। জানা গেছে, ৯ জন তৃণমূল সদস্যের ভোটে তিনি প্রধান নির্বাচিত হন। ৫ জন বিজেপি সদস্য ও ২ জন সিপিআইএম সদস্য থাকলেও তাঁরা ভোটাভুটিতে অংশ নেননি।