উলুবেড়িয়া পূর্বে আইএসএফের প্রার্থী আব্বাসউদ্দীন খান

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শনিবার তৃণমূল ছেড়ে ভাইজানের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন ভাইস-চেয়ারম্যান আব্বাসউদ্দীন খান। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আইএসএফে যোগ দেওয়ার পরই তাঁর প্রার্থী হওয়া কার্যত নিশ্চিত হয়েই গিয়েছিল। রবিবার সেই জল্পনারই অবসান ঘটল।

উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদ্য তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেওয়া আব্বাসউদ্দীন খান। রবিবার আইএসএফের তরফে বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই তালিকাতে আব্বাসউদ্দীন খানের নাম রয়েছে।

উল্লেখ্য, উলুবেড়িয়া পূর্ব আসনটি আইএসএফকে ছেড়ে দিয়েছে সংযুক্ত মোর্চ। অন্যদিকে, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে আব্বাসউদ্দীন খানকে টিকিট দেওয়ার দাবি জানিয়ে আসছিল তৃণমূল কংগ্রেসের একাংশের কর্মীরা। যদিও, তাঁকে প্রার্থী করা হয়নি।

প্রাক্তন ফুটবলার বিদেশ বসুকে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তারপরই ক্ষোভে ফেটে পড়েন আব্বাসউদ্দীন খানের অনুগামীরা। শনিবার একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে তিনি দলের সমস্ত পদ ও সর্বোপরি তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন। তারপরই তিনি আইএসএফে যোগ দেন।

রাজনৈতিক মহলের মতে, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রটি বামফ্রন্টের অন্যতম শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। উলুবেড়িয়ার বাম কর্মী-সমর্থকরা সদ্য তৃণমূল ত্যাগী আব্বাসউদ্দীন খানের সমর্থনে কতটা ময়দানে নামেন এখন সেটাই দেখার বিষয় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।