ভ্যালেন্টাইন ডে,র দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন উলুবেড়িয়ার SDO ও বিহারের DSP

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : ভ্যালেন্টাইন ডে,র দিনে পরিনয়ে আবদ্ধ হলেন উলুবেড়িয়া মহকুমা শাসক। শুক্রবার মহকুমা শাসকের বাংলোতেই পাত্র পাত্রীর পরিবারের উপস্থিতিতেই বিয়ের রেজিস্ট্রি সারেন মহকুমা শাসক।

উলুবেড়িয়া মহকুমা শাসক তুষার সিংলা একজন আইএএস পদ মর্যাদার অফিসার। তিনি বিয়ে করলেন আইপিএস নভোজিৎ সিমিকে। নভোজিৎ সিমি বর্তমানে বিহারের পাটনায় ডিএসপি (প্রশিক্ষণের ) দায়িত্ব পালন করছেন। দুজনেই পাঞ্জাবের বাসিন্দা । 

 আই এ এস অফিসার তুষার সিংলা ২০১৫ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের ব্যাচ। অন্যদিকে নভোজিৎ সিমি  হলেন ২০১৮ সালের আইপিএস। বিয়ে বলে কথা তাই বৃহস্পতিবার রাতেই নভোজিৎ সিমি  পাটনা থেকে সপরিবারে চলে এসেছেন হাওড়ার উলুবেড়িয়ায় ।

শুক্রবার তাদের বিবাহ রেজিস্ট্রি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুষার সিংলার মা কিরন সিংলা । নভোজিৎ সিমির মা দলবীর কউর, বাবা হংসরাজ। নভোজিৎ সিমির ভগ্নিপতি বিশাল  গোয়েল । 

উলুবেড়িয়া মহকুমাশাসকের কার্যালয়ের প্রবীন অনেক কর্মচারী বলেন, বিয়ের অনুষ্ঠান বিশেষতঃ ভ্যালেন্টাইন ডে’তে কোনও এসডিওর বিয়ে হচ্ছে তাদের জানা নেই।

 নভোজিৎ এর বাবা একটি ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত ম্যানেজার। নভোজিৎ আগে দন্তরোগ চিকিৎসক ছিলেন। তারপর ইউপিএসসিতে বসে আইপিএস হন। জানাগেছে

তুষার সিংলার সাথে নভোজিৎ এর আলাপ বছরখানেক আগে। কিভাবে আলাপ। এই প্রশ্নের উত্তরে সলজ্জ ভাবে তুষার সিংলা বলেন, আমরা দু’জনই পাঞ্জাবের বাসিন্দা। পেশাগত ভাবে। সেই সুত্রেই ঘনিষ্ঠতা।