হাওড়ার ধুলাগড়ে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আবারও দুর্ঘটনার কবলে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। শনিবার কোলকাতার দিক থেকে ১৬ নং জাতীয় সড়ক ধরে পূর্ব মেদিনীপুরে একটি দলীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন আসানসোলের সাংসদ।

সূত্রের খবর, হাওড়ার ধুলাগড় টোলপ্লাজার অদূরে সাঁকরাইল থানার সন্ধিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের সামনে থাকা পাইলট ভ্যানের সাথে একটি ম্যাটাডরের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কেউ সেভাবে আহত না হলেও পুলিশ ঘাতক ম্যাটাডর ও তার চালককে আটক করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার আসানসোল থেকে কোলকাতায় ফেরার পথে জামুড়িয়ায় বাবুল সুপ্রিয়র গাড়ির পিছনে থাকা তাঁর আপ্ত সহায়কের গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে অন্য একটি গাড়ি। ওই ঘটনায় দু’জন আহত হয়েছিলেন। বারবার কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় দুর্ঘটনার সম্মুখীন হওয়ায় স্বভাবতই তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।