গ্রামীণ হাওড়ায় ভোট প্রস্তুতি তুঙ্গে, নজর কাড়ছে শাসক-বিরোধীর দেওয়াল লিখন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কেউ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে মোদীর ব্যাঙ্গাত্মক চিত্রাঙ্কনে ব্যস্ত, আবার কেউবা তুলির টানে এরাজ্যের শাসক দলের বিরুদ্ধে ছন্দের ছড়া লিখছে। এভাবেই বিভিন্ন ব্যাঙ্গাত্মক ছড়া ও ছবির মাধ্যমে দেওয়াল লিখনের মধ্য দিয়ে জমে উঠেছে গ্রামীণ হাওড়ার রাজনৈতিক লড়াই।

শুক্রবারের বাড়বেলায় নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই হাতে তুলি, রংয়ের কৌটো নিয়ে ময়দানে নেমে পড়েছেন সব দলের নেতা-কর্মীরা। শনিবার দুপুরে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের নতীবপুরে নিজের হাতে দেওয়াল লেখেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল।

পিছিয়ে নেই জোড়াফুল শিবির কিমবা বাম-কংগ্রেস জোট। এক কথায়, ভোট ঘোষণার সাথে সাথেই জমজমাট লড়াই শুরু হয়েছে গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকায়।