মানা হচ্ছে না লকডাউন, কলকাতা ও হাওড়ায় নির্দিষ্ট একটি গোষ্ঠী লকডাউনের শর্ত ভাঙছে, রাজ্যকে চিঠি কেন্দ্রের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। এই দফায় বেশ কিছু ক্ষেত্রে মিলেছে ছাড়। তবে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কেন্দ্রের পাঠানো আন্তঃমন্ত্রক দল এ রাজ্যের সাতটি জেলা ঘুরে যে রিপোর্ট পেশ করেছেন তা যথেষ্ট উদ্বেগপূর্ণ। চিঠিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে জনসংখ্যার নিরিখে অনেক কম টেস্ট হচ্ছে। অন্যদিকে, মৃত্যুর হারও দেশের মধ্যে সবথেকে বেশি পশ্চিমবঙ্গে – ১৩.২ শতাংশ। নজরদারি ও পজিটিভ কেসগুলোর কনট্যাক্ট ট্রেসিংয়ের (আক্রান্তদের সংস্পর্শে যাঁরা এসেছেন) মধ্যে বড় ফারাক রয়েছে বাংলায়। পাহাড়ে টেস্টিংয়ের বিশেষ পরিকাঠামো নেই বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে বহু কন্টেনমেন্ট জোনে লকডাউন ও সোশ্যাল ডিস্টেন্সিং ঠিক মতো মানা হচ্ছে না। বাজারে উপচে পড়ছে ভি়ড়, মাঠে চলছে ক্রিকেটের আসর,মুখে মাস্ক না পরেই বহু মানুষ রাস্তায় ঘুরছেন, নদীতে চলছে অবাধে স্নান – এমনই চলছে কন্টেনমেন্ট জোনে। মুখ্যসচিবকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আরও বলেছেন, কেন্দ্রীয় টিম রিপোর্টে জানিয়েছে যে কলকাতা ও হাওড়ায় নির্দিষ্ট একটি গোষ্ঠী লকডাউনের শর্ত ভাঙছে। এমনকি ‘করোনা যোদ্ধা’ পুলিশের উপরেও তারা হামলা করেছে। এই পরিস্থিতি কঠোর ভাবে দমন করা উচিত। করোনা মোকাবিলায় রাজ্য যাতে কেন্দ্রকে সবরকম সাহায্য করে সে কথাও উল্লেখ করা হয়েছে।