নিজস্ব সংবাদদাতা : হাওড়ার তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা শেখ সিরাজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিল কোলকাতা হাইকোর্ট। জানা গেছে, শেখ সিরাজুল ইসলাম হাওড়া জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি হাওড়ার শিবপুরে একটি হাইস্কুলে তিনি শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ভাষায় জানান, দুর্নীতি করে চাকরি পাওয়া শেখ সিরাজুল ইসলামকে আর চাকরিতে রাখা যাবে না। বুধবার থেকেই এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, গত ১৩ ই মার্চ হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শুনানি চলাকালীন শ্লীলতাহানির পাশাপাশি সিরাজুলের নিয়োগ দুর্নীতির বিষয়টি আদালতে উঠে আসে। আদালত জানতে চেয়েছিল, এতসব অভিযোগ থাকা সত্ত্বেও কেন তার বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে না। তারপরই তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়। সেই এফআইআর যাতে তাঁর চাকরি জীবনে প্রভাব না ফেলে, সেই আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সিরাজুল। বুধবার বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। বিচারপতির পর্যবেক্ষণ, হাওড়ার স্কুলের ওই শিক্ষক দুর্নীতি করে চাকরি পেয়েছেন। তাই কোনও ভাবেই তাঁকে চাকরিতে রাখা যায় না।

হাওড়ার তৃণমূল শিক্ষক নেতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টের
By superadmin
Published on: