অভিষেকের মেগা বৈঠক, হাওড়া গ্রামীণ নিয়ে কী বললেন ‘সেনাপতি’

By superadmin

Published on:

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোটের এখনো এক বছর বাকি। কিন্তু ছাব্বিশের বিধানসভাকে পাখির চোখ করে ইতিমধ্যেই আসরে নেমে গিয়েছে শাসকদল। শুক্রবার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। সূত্রের খবর, ভুয়ো ভোটার সম্পর্কিত এই বৈঠকে বিভিন্ন সাংগঠনিক জেলার ফলাফল ধরে বিশ্লেষণ করার সময় তিনি বলেন, শ্যামপুর,বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, উলুবেড়িয়া দক্ষিণ ভালো ফল করেছে। উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া পূর্ব ও কেন্দ্রের তৃণমূল নেতৃত্বদের দেখে নেওয়ার নির্দেশ দেন বলে সূত্র মারফত জানা গেছে।