চাকরি ‘চুরি’র প্রতিবাদে উলুবেড়িয়ায় বামেদের বিক্ষোভ, শাসকের বিরুদ্ধে তোপ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গ্রুপ-সি, গ্রুপ-ডি সহ নানা চাকরির ক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই শাসকের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির পাশাপাশি পৌরসভার নিয়োগেও ব্যাপক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার উলুবেড়িয়া পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হলেন সিপিআইএম নেতা-কর্মীরা। এদিনের এই সভায় অংশ নিয়ে তৃণমূলের বিধায়ক উদয়ন গুহর চাকরির সংক্রান্ত বিষয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে কটাক্ষ করলেন সিপিআইএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী।।এদিন তিনি বলেন, কিছুলোক আছে যদি প্রয়োজন পড়ে তারা বাবা, মা, ভাই, বোন, বৌ সবাইকে রাস্তায় রাজনৈতিতে নামিয়ে দিতে পারে। ধান্দায় পড়লে গাড্ডায় পড়লে। তৃনমূল যারা করে তারা এই প্রজাতির প্রানী। তার উদাহরণের নাম হল উদয়ন গুহ। মৃত বাপ কমল গুহর নাম করে বলছে আমার বাবা বাম আমলে এইরকম অনেক চাকরি দিয়েছে। এসব বলে লাভ নেই। মমতা এত বড় ধান্দাবাজ তোকে কোনদিন তৃণমূলের নেতা বানাবে না। ওই পিছনেই ছিলিস পিছনেই থাকবি। এভাবেই এদিন উদয়ন গুহর বিরুদ্ধে তীব্র তোপ দাগেন সব্যসাচী চ্যাটার্জী। সব্যসাচী চ্যাটার্জী সহ এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সাবিরুদ্দিন মোল্লা সহ অন্যান্যরা।