নিজস্ব সংবাদদাতা : কয়েক ঘন্টা আগেই লোকসভা নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার কয়েক ঘন্টা আগেই এক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল আরপিএফ। টাকা উদ্ধারের পাশাপাশি ওই ব্যক্তিকেও গ্রেফতার করেছে আরপিএফ। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ডাউন গঙ্গাসাগর এক্সপ্রেসের বি সিক্স কোচের আসনের তলায় একটি নীল রঙের ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ট্রেনে টহল দেওয়ার সময় তা নজরে পড়ে আরপিএফের। কিন্তু, কার ট্রলি, কে রেখে গিয়েছেন, তাতে কী আছে কিছু জানা যায়নি। শুরু হয় তল্লাশি। ট্রলি খুলতেই লক্ষ লক্ষ টাকার হদিস মেলে। জানা গেছে, ওই ট্রলি থেকে ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আরোও বিস্তারিত জানতে নিচে পড়ুন….
পুলিশে জেরায় ওই ব্যক্তি জানিয়েছেন তিনি বিহারের ঝাঁঝা স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন। কোনও এক ব্যক্তি তাঁকে ওই টাকা দিয়েছিলেন হাওড়া স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। সেই মোতাবেক তিনি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু, তাঁর কাছে উদ্ধার হওয়া টাকার কোনও বৈধ কাগজ বা তথ্য কিছু পায়নি পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে করেছে আরপিএফ। পাশাপাশি, উদ্ধার হওয়া টাকা ইতিমধ্যেই আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। তবে লোকসভা ভোটের ঠিক আগেই এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে কী কারণে কোথায় যাচ্ছিল তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।