পার্থপ্রতিম চট্টোপাধ্যায়: ছোট্ট তিন সংখ্যার শব্দ ‘SIP’ কিন্তু এর অর্থনৈতিক উপযোগীতা সুদূর প্রসারী। Investor এর যে-কোনো অর্থনৈতিক প্রয়োজন মেটাতে ‘SIP’ হল Master Blaster। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে এই ‘sip’ ই আপনাকে দিতে পারে “EL-DORADO”-র সন্ধান। কিন্তু আবেগে প্রভাবিত হয়ে ‘SIP শুরু করলেই হবে না, নিতে হবে একে রক্ষনাবেক্ষনের পাঠ। কীভাবে এই ছোট্ট চারাগাছ রোপন করবেন এবং তা থেকে মহীরুহ হয়ে আপনার চাহিদা পূরণ করবে তার কিছু TRIVIA—
১) SIP শুরু করার সময় সবসময়ে Long Term Investment -এর কথা ভেবেই শুরু করবেন। Long Term Investment ই আপনার SIP কে দিতে পারে আপনার প্রয়োজন পূরণ করার ক্ষমতা।
২) দীর্ঘমেয়াদী বিনিয়োগে SIP- এর মাধ্যমে আপনি পাবেন Compounding and Rupee Cost Averaging এর সহচার্য, যা আপনার বিনিয়োগের Avg NAV Value কম করতে সাহায্য করবে।
৩) যে কোন প্রয়োজানে ‘SIP’ -এর টাকা ওঠানোর কথা ভাবেন না। চেষ্টা করবেন সবার শেষে SIP থেকে টাকা ওঠানোর।
8) “Goal Based Plan” করবেন এবং আপনার উদ্দেশ্যকে fullfill করতে আলাদা আলাদা SIP করবেন। এ ব্যাপারে আপনি Financial Calculator ব্যাবহার করতে পারেন বা আপনার বিনিয়োগ বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন।
৫) সাধারনত ‘Long Term Goal’ কে full fill করতে Mid Cap বা Small Cap Fund এ শীপ করতে পারেন। Medium Term Goal এর জন্য Large Cap Fund বা Hybrid Equity Fund এ বিনিয়োগ করতে পারেন।
৬) একদম স্বল্প সময়ের জন্য conservative hybrid fund এ আপনার বিনিয়োগ চালু রাখতে পারেন।
৭) যারা Risk কম নিতে ইচ্ছুক তারা Multiasset Fund এ বিনিয়োগ করতে পারেন।
৮) SIP এর installment কখনোই bounce করাবেন না, এতে Bank যেমন Bank Charges কেটে নেবে তেমনি এটা আপনার SIP-এর Return creation এর জন্য ও সমস্যা তৈরি করবে।
৯) নিজের লক্ষ স্থির করে সমস্ত বিষয় কে বুঝে নিয়ে বিনিয়োগ করবেন। অন্যের Investment Plan – কে copy করবেন না।
১০) বাজার নীচে গেলে আতঙ্কিত হয়ে SIP বন্ধের কথা ভাববেন না। এতে আপনার ক্ষতি হবে।। মনে রাখবেন এই সময়টাই বিনিয়োগের উপযুক্ত সময়। আপনার ক্ষমতা অনুযায়ী কিছু Additional Investment করতে পারেন।
ভারতবর্ষে আজ প্রতি মাসে প্রায় ১৫,০০০ Cr. টাকা SIP -এর মাধ্যমে বিনিয়োগ হয়। এই বিনিয়োগ যজ্ঞে আপনি সামিল হন। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি বিনিয়োগ করতে পারেন। সর্বনিম্ন ১০০ টাকা থেকে SIP শুরু করা যায়। সুতরাং Mutual Fund “কেবলমাত্র বড়লোকেদের জন্য” এটা সত্য নয়। এটা আপনাকে সাহায্য করবে আপনার লক্ষ্য পূরণ করতে এবং আপনাকে FINICIAL FREEDOM এর দিকে নিয়ে যেতে।
[লেখক: বিনিয়োগ বিশেষজ্ঞ]